মেখলিগঞ্জঃ সিল করা খালি গ্যাসের সিলিন্ডার পাঠিয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটার। এমনই অভিযোগ মেখলিগঞ্জের (Mekhliganj) এক গ্যাস গ্রাহকের। যদিও গ্রাহক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে খালি করে নিয়ে এসে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করছে গ্যাস সরবরাহ সংস্থার। মেখলিগঞ্জ পুরসভার বাসিন্দা আছিরুদ্দীন মহম্মদের অভিযোগ,” আমি চলতি মাসের ৭ তারিখ অন লাইনে পেমেন্ট করে গ্যাস সিলিন্ডার বুক করি। তার দুদিন পর বাড়িতে গ্যাস সিলিন্ডার পাঠায় ডিস্ট্রিবিউটার। শুক্রবার আমি গ্যাস সিলিন্ডার টি ব্যবহারের জন্য খুলতে গেলে আমার সিলিন্ডারের ওজন নিয়ে সন্দেহ হয়। এরপর আমি ডিস্ট্রিবিউটারের অফিসে যোগাযোগ করি। কিন্তু সেখান থেকে আমাকে বলে যে আমার সিলিন্ডারের সিল ফাটা রয়েছে তাই তারা আমাকে নতুন সিলিন্ডার দেবে না। আমি চাই খালি গ্যাস সিলিন্ডারটির বদলে গ্যাসভর্তি সিলিন্ডার দেওয়া হোক।” অন্য দিকে গ্যাস সরবরাহ সংস্থার তরফে কর্মী বাবলু ব্যাপারী বলেন “আমাদের এরকম কোন খারাপ রেকর্ড নেই। আমাদের কর্মীরা বাড়ি বাড়ি তে গ্যাস সিলিন্ডার চেক করে ওজন করে দিয়ে আসেন। অভিযোগকারী গ্রাহক যেই গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে তার সিল কাটা রয়েছে। উনি সিলিন্ডার খালি করে নিয়ে এসে নতুন ভর্তি সিলিন্ডার দেওয়ার দাবি করছেন।”
আরও পড়ুন : ধর্মীয় স্থানের জায়গা দখল করে ট্রাক পার্কিং, প্রশাসনের দ্বারস্থ স্থানীয়রা