হরিশ্চন্দ্রপুর: এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার ১৫ দিন কেটে গেলেও এখনও কোনও খোঁজ মেলেনি ওই নাবালিকার। হরিশ্চন্দ্রপুর থানার পিপলা কাশিমপুর গ্রামের ঘটনা।
অভিযোগ, মাঠে শৌচকর্মের নাম করে নাবালিকাকে সঙ্গে করে নিয়ে যায় প্রতিবেশী এক মহিলা। এরপর থেকে নাবালিকার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এলাকায় খোঁজাখুঁজির পরও হদিস মেলেনি তার। এমনকি প্রতিবেশী ওই মহিলা এবং তার স্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনও সদুত্তর দিতে পারেনি। নাবালিকার মায়ের দাবি, তার মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। এই ঘটনার পেছনে প্রতিবেশী ওই মহিলা ও তার স্বামীর হাত রয়েছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয়কুমার দাস জানান, অভিযোগ পেয়েছেন। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।