উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দখলের অভিযোগ উঠল জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেনের বিরুদ্ধে। বোলপুরের সুরুল এলাকার বাসিন্দা অসিত বরণ ও দেবদুলাল সরকারের অভিযোগ অভিনেত্রীর বোলপুরের বাড়ির ভেতরে সরকার পরিবারের দু’ছটাক জমি ঢুকে গিয়েছে। সেই জমিই তিনি নিজের দখলে রেখেছেন। সরকার পরিবার জানিয়েছে, অপর্ণা সেন সেই জমির মিউটেশন করার চেষ্টা করছেন। সেই কারণেই উপযুক্ত কাগজপত্র সহ তাঁরা অভিযোগ জানিয়েছেন। অপর্ণা সেনের তরফে তাঁর এই বাড়ির জমি রেকর্ড করার জন্য আবেদন করা হয়েছিল। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে আগের মালিকের কাছে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশ হাতে পেয়েই অসিতবাবু অভিযোগ জানান। অসিতবাবুর এই অভিযোগের ভিত্তিতে সোমবার বোলপুর ভূমি রাজস্ব দপ্তরে শুনানি হয়। সেই শুনানিতে উপস্থিত ছিলেন অপর্ণা সেনের প্রতিনিধি। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক সঞ্জয় রায় জানিয়েছেন, জমি রেকর্ডের জন্য আবেদন করেছিলেন অপর্ণা সেন। তারপরেই মালিকদের নোটিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : মুসেওয়ালা খুনে গ্রেপ্তার ১, আটক আরও ৫