রায়গঞ্জ: দীর্ঘ আড়াই বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে অবশেষে রায়গঞ্জ(Raiganj) জেলা আদালতে আত্মসমর্পন করল ব্যক্তি। কাবাতুল্লা আলি নামে ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার মুসান গ্রামে। তার বিরুদ্ধে আড়াই বছর আগে ইটাহারে নির্জাদিঘি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ছিনতাইয়ের অভিযোগ ছিল। পাশাপাশি গাড়ির চালক ও খালাসিকে বেধড়ক মারধরেরও অভিযোগ ছিল। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল আরও ১০ জন। মূল অভিযুক্ত কাবাতুল্লা আলি দিল্লিতে গা ঢাকা দেয়। জানা গিয়েছে, সেখানে সে নির্মাণ শ্রমিকের কাজ করত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দিল্লি থেকে ফিরে আসার একদিনের মাথায় রায়গঞ্জ জেলা আদালতে আত্মসমর্পন করে সে। অভযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
শিষ্যাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত, যাবজ্জীবন কারাদণ্ড আশারামের
নিউজ ব্যুরো: শিষ্যাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হলেন স্বঘোষিত ধর্মগুরু আশারাম বাপু। সোমবার গুজরাটের(Gujarat) গান্ধিনগরের একটি জেলা ও সেশনস কোর্ট...
Read more