মেটেলি: নবম শ্ৰেণির দুই ছাত্রীকে ক্লাসে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বিদ্যালয়ের এক পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার সহ বিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবিতে পড়ুয়ারা মেটেলি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি ঘটেছে মেটেলি রাষ্ট্রভাষা হিন্দি উচ্চ বিদ্যালয়ে। নির্যাতিতা এক ছাত্রীর মা শিক্ষকের বিরুদ্ধে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, ওই শিক্ষক দীর্ঘদিন ধরেই ওই দুই ছাত্রীকে ক্লাসে শ্লীলতাহানি করত। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনগণ, অভিভাবক সহ পড়ুয়ারা। শনিবার সকলে মিলে প্রথমে বিদ্যালয়ে গেলেও কোনও লাভ হয়নি। তাঁদের অভিযোগ, বিষয়টি প্রধান শিক্ষককে জানানোর পরও তিনি কোনও ব্যবস্থা নেননি। পরে বাধ্য হয়ে পড়ুয়ারা বিদ্যালয় থেকে মিছিল করে যায় মেটেলি থানায় গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। খবর পেয়ে থানায় আসেন জেলা আইএনটিটিইউসি সভাপতি রাজেশ লাকরা সহ অন্যান্যরা। এরপর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পড়ুয়ারা।
রাজেশ লাকরা সহ অন্যান্যরা জানান, এই ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। পরিবারের তরফে থানায় অভিযোগ জমা পড়েছে। পুলিশ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ সিং বলেন, ‘লিখিতভাবে কেউ বিষয়টি আমাদের জানায়নি। বিষয়টি জানার পর এদিনই বিদ্যালয় পরিচালন কমিটির সভা ডেকেছি। সভায় ওই শিক্ষকের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে।‘
আরও পড়ুন : চাকরি ‘চুরি’র প্রতিবাদে অবরোধ আলিপুরদুয়ারে