শামুকতলা: পর পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শামুকতলা থানার তুরতুরি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। মৃতার নাম মায়া বেসরা (২৪)। অভিযুক্ত স্বামীকে এদিন সকালেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম দোমান হাঁসদা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের পর বুধবার সকালেও মায়াকে মারধর করে দোমান। কিন্তু সকাল আটটার পর থেকে মায়ার কোনও সাড়া শব্দ না পেয়ে গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা শামুকতলা থানায় ফোন করেন। শামুকতলা থানার ওসি অভিষেক ভট্টাচার্য ও অন্য পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেন। স্থানীয় সূত্রের খবর, এর আগে দোমান দুটি বিয়ে করেছিল। কিন্তু প্রথম ও দ্বিতীয় স্ত্রী তার অত্যাচার সহ্য করতে না পেরে বাপেরবাড়ি চলে যান। এরপর দোমান টটপাড়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকার স্বামী পরিত্যক্ত মায়া বেসরাকে বিয়ে করেছিল। নেশাগ্রস্ত অবস্থায় তাঁর ওপরও অত্যাচার চালাত দোমান। সন্দেহের বশে তৃতীয় স্ত্রী মায়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে দোমানের বিরুদ্ধে। ওসি জানিয়েছেন, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্য পুরুষের সঙ্গে মায়ার সম্পর্ক রয়েছে, এই সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করেছে দোমান।
পর্যটকদের নিয়ে বড় ঘোষণা ভুটানের, জানুন কী
শিলিগুড়ি: ভুটান (Bhutan) ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য সুখবর। বাধ্যতামূলক ভাবে আর সব পর্যটককে পাঁচ দিনের নিভৃতবাসে থাকতে হবে না বলে...
Read more