মুম্বই: নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মহারাষ্ট্রের (Maharashtra) মুম্বইয়ে নাগপদ এলাকার একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার পুলিশের তরফে ঘটনার কথা জানানো হয়েছে। অভিযোগ, পড়াশোনার নামে ওই ছাত্রীকে প্রায়ই ডেকে পাঠাতেন প্রধান শিক্ষক। অশ্লীল কথাবার্তাও বলতেন। সম্প্রতি ওই শিক্ষক স্কুল ছুটির পর ছাত্রীকে ডেকে পাঠান এবং স্কুলের মধ্যেই তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বাড়ি ফিরে পরিবারের লোককে ঘটনার কথা জানায় ওই নাবালিকা। এরপর নির্যাতিতার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : অস্কারের মঞ্চে মনোনয়ন পেলেন শৌনক সেন, সেরার লড়াইতে তাঁর তৈরি তথ্যচিত্র