কালিয়াগঞ্জ: এক নাবালিকাকে পড়ানোর নামে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। ঘটনার খবর চাউর হতেই অভিযুক্ত গৃহশিক্ষককে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে নাবালিকার পরিবার কালিয়াগঞ্জ (Kaliaganj) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা দায়রা আদালতে পাঠানো হবে। অন্যদিকে, নাবালিকার মেডিকেল পরীক্ষা করিয়ে রায়গঞ্জ আদালতের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পাঠায় কালিয়াগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, নাবালিকা পঞ্চম শ্রেণির ছাত্রী। বয়স ১১। গত তিন বছর ধরে অভিযুক্তের বাড়িতে পড়তে যায় সে। অন্যান্য মেয়েদের সঙ্গে নাবালিকাও টিউশন পড়তো। নাবালিকার পরিবারের অভিযোগ, পড়ার শেষে ওই গৃহশিক্ষক সমস্ত ছাত্রীদের ছুটি দিলেও নাবালিকাকে আটকে রেখে প্রতিনিয়ত ভয় দেখিয়ে ধর্ষণ করত। অভিযুক্তের ভয়ে বাড়িতে এসে কোনদিনও কিছু বলেনি সে। এদিন সকাল ৭টা নাগাদ নাবালিকা মেয়ে টিউশন পড়তে যায়। সময় পার হলেও মেয়ে বাড়িতে ফিরছে না দেখে মা ও বাবা অভিযুক্তের বাড়িতে যায়। তখনই অভিযুক্তকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে তাঁরা চিৎকার করেন। আশেপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে থানায় খবর দেয়।
আরও পড়ুন: Camels rescued in Dalkhola | ডালখোলায় ৮টি উট উদ্ধার