রাজগঞ্জ: পুত্রবধূর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক বৃদ্ধা। পুত্রবধূর দিকে অভিযোগের আঙুল তুলে বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন প্রতিবেশীরাও। রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলার ঘটনা। স্থানীয় বাসিন্দা মহাদেব বিশ্বাস তাঁর স্ত্রী সবিতা বিশ্বাস এবং বৃদ্ধা মা শ্যামদাসী বিশ্বাসকে ( ৮০ ) নিয়ে বসবাস করতেন ওই এলাকায়। কয়েক বছর আগে স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় মহাদেব বাড়ি ছেড়ে চলে যান। শ্যামদাসী ওই বাড়িতে পুত্রবধূর সঙ্গে থাকতেন। বৃদ্ধার অভিযোগ, তাঁকে ঠিক মতো খেতে দেওয়া হয় না। নিয়মিত গালিগালাজ ও মারধর করা হয়। এমনকি বাড়িটি বৃদ্ধার নামে হওয়া সত্ত্বেও তাঁকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন পুত্রবধূ। রবিবার শাশুড়ি-বৌমার ঝামেলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। সোমবার ওই বৃদ্ধা পুত্রবধূ সবিতা বিশ্বাসের বিরুদ্ধে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন|