মেটেলি: পড়ুয়াদের হস্টেল নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এই অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। শুধু তাই নয়, নিম্নমানের কাজের বিরুদ্ধে গণস্বাক্ষর সম্বলিত অভিযোগও বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে জমা দিয়েছেন তাঁরা। যদিও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
মেটেলি উচ্চবিদ্যালয়ের পাশে সর্বশিক্ষা মিশন থেকে ১০০ শয্যার ওই হস্টেল তৈরি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা মনোজ মণ্ডল সহ অনেকেই মঙ্গলবার ওই নির্মিয়মাণ হস্টেলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি, সরকারি শিডিউল অনুযায়ী কাজ করা হোক। সেটা না হলে আগামীতে আরও বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। সরকারি শিডিউল অনুযায়ী ওই কাজ হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার পবন গুপ্তা। তাঁর কথায়, সরকারি শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।