ডিজিটাল ডেস্ক : দক্ষিণী অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেতা তথা প্রযোজক বলেন বিজয় বাবু(Vijay Babu)। আর এবার সেই বিজয় বাবুর বিরুদ্ধেই উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এক তরুণী অভিযোগ করেছেন, তাঁকে কোচির ফ্ল্যাটে ডেকে কাজের সুযোগ দেবার নাম করে শ্রীলতাহানি করেছেন একাধিকবার বিজয় বাবু। এই পরিপ্রেক্ষিতে ওই তরুণী গত ২২ শে এপ্রিল এরনাকুলাম দক্ষিণ থানায় অভিযোগ জানান বলে জানিয়েছেন। অন্যদিকে বিজয় বাবু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং পালটা মানহানির অভিযোগ করছেন। প্রকাশ্যেই তিনি অভিযোগকারিণীর নাম প্রকাশ করে দিয়েছেন। কার্যত এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
আরও পড়ুন : শাহরুখের বাড়িতে বসলো নতুন নেমপ্লেট, খরচা কত? জেনে নিন