মানিকগঞ্জ: মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে খারিজা বেরুবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মালকানি এলাকায়। ঘটনার খবর চাউড় হতেই স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয়রাই গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যান। মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানসিক প্রতিবন্ধী ওই মহিলার নাম সবিতা সরকার। তাঁর একটি দশ মাসের কন্যা সন্তান রয়েছে। বাবা কুলেন সরকারের অভিযোগ, এদিন সবিতা তাঁর দশ মাসের মেয়েকে নিয়ে ওই প্রতিবেশীর বাড়ি সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়েছিলেন। তখন প্রতিবেশী দীনেশ সরকার, তাঁর স্ত্রী ও দুই ছেলে ধারালো অস্ত্র নিয়ে মেয়ের ওপর আক্রমণ করেন। শিশুকে মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে প্রতিবেশীরা ছুটে এসে সবিতাকে উদ্ধার করেন। তাঁর বাবা আরও জানান, এজন্য থানায় লিখিত অভিযোগ করা হবে।
মানিকগঞ্জ আউট পোস্টের ওসি মেহবুব হুসেন চৌধুরী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।‘