রাঙ্গালিবাজনা: আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের খয়েরবাড়িতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। কয়েকদিন আগে তৃণমূলের অঞ্চল সভাপতি জবাইদুল ইসলাম দলেরই পঞ্চায়েত সদস্যা শরিফা বেগমের বিরুদ্ধে ভুয়ো মাস্টাররোল তৈরির অভিযোগ করেন। এতে নাম জড়ায় শরিফার স্বামী ইউসুফের। এদিকে, শনিবার জবাইদুল ইসলাম ও দলের আরেক নেতার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কাজ না করেও একশো দিনের পারিশ্রমিকের টাকা বেআইনিভাবে আত্মসাৎ করার অভিযোগপত্র গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে জমা দেয় ইউসুফ গোষ্ঠীর লোকজন। ইউসুফ অবশ্য এ ব্যাপারে মন্তব্য করতে চাননি। তবে তিনি নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে দাবি করেছেন। এদিকে, জবাইদুল ইসলামের বক্তব্য, এর আগেই ইউসুফকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে জবাইদুলের দাবি, তাঁকে না জানিয়ে পঞ্চায়েত ও সুপারভাইজার মাস্টাররোলে তাঁর নাম তুলেছেন। ইউসুফের বিরুদ্ধে আঙুল তোলায় তাঁকে কালিমালিপ্ত করার অপচেষ্টা করা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানান তিনি। মাদারিহাটের আসনটি গত বিধানসভা নির্বাচনে জেতে বিজেপি। তাই পঞ্চায়েত ভোট নিয়ে আগেভাগেই মাদারিহাটে ওয়ার্ম আপ শুরু করেছে তৃণমূল। এরই মধ্যে খয়েরবাড়ির ইসলামাবাদ মৌজায় গোষ্ঠীকোন্দলের জেরে নাজেহাল তৃণমূল নেতৃত্ব। অবশ্য গোষ্ঠীকোন্দলের তত্ত্ব ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দলের জেলা সম্পাদক রশিদুল আলম।
আরও পড়ুন : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, সোমবার ফালাকাটায় আসছেন শুভেন্দু