ডিজিটাল ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি নিয়ে যখন রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় চলছে, ঠিক সেই সময় প্রাইমারি নিয়োগে প্রতারণার ঘটনা সামনে এল। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নাম করে লাখ লাখ টাকা চাকুরি প্রার্থীদের কাছ থেকে নিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক যুবক। অভিযোগ উঠেছে, মহিষাদলের কাপাসএড়্যা এলাকার বাসিন্দা দেবপ্রসাদ সেনী দীর্ঘদিন যাবত প্রাথমিকে চাকরি করে দেওয়ার টোপ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। অন্তত পাঁচ থেকে ১৫ লাখ টাকা সে নিয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে অভিযুক্ত যুবক এই অভিযোগ স্বীকার করে নিয়েছে। সে আবার পালটা জানিয়েছে, ২০ থেকে ২৫ জনের চাকরি করে দিয়েছে সে নিজের সোর্সের মাধ্যমে। তবে সোর্সের আসল উৎস সে প্রকাশ করেনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, শাসকদলের এজেন্ট এভাবে টাকা তুলে পৌঁছে দিত মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। স্বাভাবিকভাবেই এবার প্রাথমিকে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিজেপির অভিযান ঘিরে ধুন্ধুমার
রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির অভিযোগে বিজেপির প্রতিবাদ আন্দোলন ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল। শুক্রবার বিজেপির প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ।...
Read more