ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: ভোটের মুখে শংকর ঘোষের বিরুদ্ধে ‘বেনামি’ পোস্টার ঘিরে আগেই শহরজুড়ে চাঞ্চল্য ছরিয়েছিল। এবার সেই পোস্টারকাণ্ডের তদন্ত চেয়ে রবিবার পুলিশের দারস্থ বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা।
এদিন রাজুবাবু জানান, শিলিগুড়ির রাজনীতি কোনওকালেই এরম ‘নোংরা’ ছিল না। বিজেপির শক্তিবৃদ্ধি হচ্ছে দেখে ইদানিংকালে বিরোধীরা কোমর বেধে নেমে পড়েছে তাঁদের (পড়ুন বিজেপিকে) পরাস্ত করতে। পোস্টারিংয়ের প্রসঙ্গে রাজুবাবু সরাসরি সিপিএমের দিকে আঙ্গুল তুলে জানান, যেহেতু সিপিএম ফের তাদের আসল রুপ সকলের সামনে তুলে ধরল। শংকর যেহেতু ওই (পড়ুন বামফ্রন্ট) দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তাই ওদের (পড়ুন সিপিএমের) রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই তো রাতের অন্ধকারে এরম ‘বর্বরোচিত’ কাজ করেছে। এদিন তাদের দলেরই ‘বেসুরো নেতা’ নৃপেণ-কৃষ্ণেন্দু প্রসঙ্গে রাজুবাবু বলেন, ‘ভোটের আগে হাওয়ায় কথা বলতে সকলেই পারে। যদি তাঁদের কাছে কোনও প্রমান থেকে থাকে তবে তাঁরা পদক্ষেপ নিক।’

প্রসঙ্গত, গত ১৮ মার্চ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষনা করে বিজেপি। শিলিগুড়ি থেকে প্রার্থী ঘোষণা করা হয় সদ্য বামফ্রন্ট থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা শঙ্কর ঘোষকে। এরপর হঠাৎই শুক্রবার রাতের অন্ধকারে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের নামে পোস্টার পড়ে শহরের বিভিন্ন যায়গায়। হিলকার্ট রোড, বিধান রোড, হাসপাতাল মোড়, কলেজ পাড়া সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছিল। কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারগুলি লাগিয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা।