আলিপুরদুয়ার: ফের জলাভূমি দখলের অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার শহরের ১৫ নম্বর ওয়ার্ডে। শহরের রামকৃষ্ণপল্লিতে জল নিকাশি মূল নালার ওপর কংক্রিটের পিলার বসিয়ে সেখানে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছেন স্থানীয় এক বাসিন্দা। ওই নির্মাণকাজ শেষ হলে সামনের বর্ষায় শহরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা জলবন্দি হওয়ার আশঙ্কা করছেন। ওই নির্মাণ নিয়ে পুরসভা প্রশাসন কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
যদিও আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রসেনজিৎ কর জানান, বেআইনি নির্মাণের একটি অভিযোগ শুনেছেন তিনি। ওই নির্মাণকারীদের নথিপত্র দেখাতে নোটিশ পাঠানো হচ্ছে। অবৈধভাবে নির্মাণ হলে বিষয়টি খতিয়ে দেখে তা ভেঙে দেওয়া হবে। যদিও যার বিরুদ্ধে বাসিন্দারা অবৈধ নির্মাণের অভিযোগ এনেছেন সেই নির্মাণ সংস্থার পক্ষে মহেশ রায় জানান, জমির বৈধ নথিপত্র রয়েছে। তাঁর প্রশ্ন, ‘শহরে নালার উপর অনেক নির্মাণ তো রয়েছে। তবে এ নিয়ে এত মাথাব্যথা কেন?’