ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের তরফ থেকে ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার জন্য রয়েছে উজ্জ্বলা যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতাভুক্তরা বিনামূল্যে বাড়িতে গ্যাস সংযোগ পাবেন বলে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে। কিন্তু কেন্দ্রের নির্দেশ অমান্য করে উজ্জ্বলা যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এবং অভিযুক্ত হিসেবে স্থানীয় এক বিজেপি নেত্রীর দিকে আঙুল উঠেছে। কার্যত উত্তর ২৪ পরগণার কামারহাটিতে উজ্জ্বলা যোজনা প্রকল্পে গ্রাহকদের কাছ থেকে রীতিমতো ৭০০ টাকা করে কাটমানি নেওয়ার এই ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই তীব্র অস্বস্তি গেরুয়া শিবিরেও। জানা গিয়েছে, এলাকার ওই বিজেপি নেত্রী রীতিমতো ফতোয়া জারি করে কাটমানি আদায় করতেন। আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বিজেপি নেত্রীর বিরুদ্ধে শীর্ষ নেতৃত্ব কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কি না, সেটাই দেখার।
আরো পড়ুন : রজনীগন্ধা থেকে চেরিফল, এই ছাদবাগানে মিলবে স্বর্গের অনুভূতি