ডিজিটাল ডেস্ক : ভোটের ফলাফল প্রকাশ হতে না হতেই সামনে এল ভোট পরবর্তী হিংসার ঘটনা। তবে এবার ছবি অন্য। তৃণমূলকে ভোট দেওয়ার কারণে গোটা পরিবারকে মার খেতে হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ২৪ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা আজমিরা বিবি অভিযোগ জানিয়েছেন, তাঁর পুরো পরিবার তৃণমূলকে ভোট দিয়েছিলেন। কিন্তু গতকাল নির্দল আশ্রিত দুষ্কৃতীদের একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁদের উপর মারধর শুরু করে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি তিনটি শিশুও। ইতিমধ্যেই শান্তিপুর থানায় এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
আরও পড়ুন : তৃণমূলের দাপটে খাতাই খুলতে পারল না বিজেপি