রায়গঞ্জ: চোর অপবাদ দিয়ে পূর্ত দপ্তরের এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ইঞ্জিনিয়ার সহ কয়েকজন ঠিকাদারের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহরের তুলসীতলা এলাকায়। জখম ওই গ্রুপ ডি কর্মী রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই কর্মীর নাম গোপাল বিশ্বাস (৪০), বাড়ি তুলসীতলা এলাকাতেই। এই ঘটনায় জখমের স্ত্রী সান্ত্বনা বিশ্বাস পূর্ত দপ্তরের (রোডস) ইঞ্জিনিয়ার অরবিন্দ রায় সহ ছয় জন ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, ওই কর্মীর বিরুদ্ধে এদিন দুপুরে রায়গঞ্জ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন অরবিন্দ রায়। তিনি বলেন, ‘গোপাল বিশ্বাসের গায়ে কেউ হাত দেয়নি। বহিরাগত কোনও ঠিকাদারও আসেনি। সব মিথ্যা কথা বলছে।’ তৃণমূলের স্থানীয় কাউন্সিলার সাধন বর্মন বলেন, ‘গোপাল পূর্ত দপ্তরে গ্রুপ ডি পদে কর্মরত। গতকাল রাতে একটি ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহ দেখছি।’ রায়গঞ্জ থানার তরফে জানানো হয়েছে, অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার