ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রামের রাজনীতিতে হঠাৎই শোরগোল। আজকে সকালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)কার্যালয়ে পুলিশি হানার অভিযোগ উঠেছে এবং তাই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোজাসুজি নালিশ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকরকে(Jagdeep Dhankar)। প্রসঙ্গত, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতা মেঘনাথ পালের স্ত্রী মহুয়া পালের বিরুদ্ধে উঠেছে ভুয়ো সার্টিফিকেট দিয়ে ব্যাংক ম্যানেজার পদে চাকরি পাওয়ার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে তমলুক এসডিপিওর নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী আজ মহুয়া পালের বাড়িতে যায়। তাঁকে সেখানে না পেয়ে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশ আসে এবং পুলিশ বাহিনী সরাসরি অফিসের ভেতর ঢুকে পড়ে। প্রতিবাদ করেন কার্যালয়ের দায়িত্বে থাকা আধিকারিক। পুলিশ অবশ্য জানিয়েছে, তাঁরা না জেনেই বিধায়কের অফিসে গেছেন। অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনকর বিরোধী দলনেতার অভিযোগের ভিত্তিতে মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। এ প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বিরোধী দলনেতা এবং রাজ্যপালকে একযোগে কটাক্ষ করেছেন। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে।
অনুব্রতর নাম করতেই সুকান্ত মজুমদারকে একহাত নিলেন জয়প্রকাশ মজুমদার
ডিজিটাল ডেস্কঃ গরু পাচার মামলায় সিবিআইয়ের সন্দেহের তালিকায় থাকা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেপ্তার করা হয়েছে। হেভিওয়েট তৃণমূল নেতার গ্রেপ্তারিতে ব্যাপক...
Read more