শিলিগুড়ি: সোমবার রাতে শক্তিগড়ে এটিএম হানার ঠিক পরেই লাগোয়া মিলনপল্লী এলাকা দুষ্কৃতী হানার ঘটনা ঘটল।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায়ের বাড়িতে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয়। বাড়ির সমস্ত সিসিটিভি ভেঙে দেওয়া হয়েছে। গাড়ি নিয়ে যাওয়ারও চেষ্টা করেছে দুষ্কৃতীরা। এরপর বাড়ির নীচে থাকা একটি দোকানেও ভাঙচুর চালায় তাঁরা।
- Advertisement -
দোকাদারের দাবি, দোকান থেকে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ও বেশ কিছু সামগ্রী নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি দুটি এলাকায় দুষ্কৃতী হানার ঘটনা রীতিমত উদ্বিগ্ম পুলিশকর্তারা।
উল্লেখ্য, গতরাতে মিলনপল্লী লাগোয়া শক্তিগড়ে এটিএম লুটের চেষ্টা হয়। মঙ্গলবার সকালে দেখা যায় এটিএম মেশিন বাইরে পড়ে রয়েছে। স্থানীয়রাই ঘটনা লক্ষ্য করে পুলিশে খবর দেয়। পুলিশ সূত্রে খবর, কোনওরকম টাকা নিতে পারেনি দুষ্কৃতীরা।