গোপালপুর: বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার প্রতিবাদে শুক্রবার গোপালপুর বাজারে ধিক্কার মিছিল বের করে বিজেপি।
বিজেপির ১০ মণ্ডল সভাপতি রঞ্জন বর্মনের অভিযোগ, বৃহস্পতিবার রাতে মাঝিরবাড়ি এবং গোপালপুর বাজারে বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রঞ্জনবাবু বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। প্রশাসন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।’ ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতি বর্মন।
- Advertisement -