ডিজিটাল ডেস্ক: একের পর এক হাইকোর্টের (High Court) সিদ্ধান্তে রীতিমতো কোণঠাসা শাসকদল তৃণমূল (TMC)। এবার বনগাঁ দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী আলোরানি সরকারকে (Alorani Sarkar) নিয়ে হাইকোর্ট দিল চাঞ্চল্যকর রায়। বনগাঁ দক্ষিণ থেকে আলোরানি সরকার জিতলেও তিনি কিন্তু আদৌ ভারতের নাগরিক নন। এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে বিজেপি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়ী হবার পর আলোরানি সরকার পাল্টা আদালতে বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নামে অভিযোগ দায়ের করেন। শুক্রবার সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টে থেকে প্রশ্ন তোলা হয়, একজন বাংলাদেশীকে ভারতের নির্বাচনে কিভাবে প্রার্থী করা হয়েছে? জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশের কপি নির্বাচন কমিশনে পাঠানো হবে। সে ক্ষেত্রে আলোরানি সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই সিদ্ধান্ত যে তৃণমূলের জন্য অত্যন্ত অস্বস্তিজনক তা নিঃসন্দেহে বলা যায়।
আরও পড়ুন: নদিয়া শুটআউট, বাড়ির সামনে প্রাক্তন পুলিশকর্মীকে খুনের অভিযোগ