ময়নাগুড়ি: নর্থবেঙ্গল মেন অ্যান্ড ওমেন সিনিয়ার অ্যান্ড মাস্টার পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস অ্যান্ড ডেড লিফট চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন ময়নাগুড়ির অমল রায়। চলতি মাসের ১৪/১৫ তারিখ শিলিগুড়িতে আয়োজিত এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন জায়গার প্রায় তিনশোর বেশি প্রতিযোগী অংশ নেন। বেশ কয়েকটি ইভেন্ট ছিল, তার মধ্যে বেঞ্চ প্রেস এবং ডেড লিফটিং ইভেন্টে দুটোতেই প্রথম স্থান পেয়েছে অমল। পাশাপাশি দুটো ইভেন্টের মোস্ট স্ট্রং ম্যানের শিরোপা পান তিনি। অমলের এই সাফল্যে খুশি কোচ সুজিত রায় সহ ময়নাগুড়িবাসী। ময়নাগুড়ি ব্লকের দ্বারিকারমারি গ্রামের বাসিন্দা অমল পেশায় বেসরকারি সংস্থার কর্মী এবং পাশাপাশি একজন পরিবেশপ্রেমীও। ক্যারাটেতেও দক্ষতা রয়েছে অমলের।
ওভারটেক করতে গিয়ে বিপত্তি! সিটি সেন্টারের সামনে উলটে গেল বাস, নয়ানজুলিতে তেলের ট্যাংকার
শিলিগুড়িঃ সাতসকালে দুর্ঘটনা! একটি তেলের ট্যাংকারকে ওভারটেক করতে গিয়ে উলটে গেল বাস। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মাটিগাড়া ও সিটি সেন্টারের...
Read more