নয়াদিল্লি: অমর জওয়ান জ্যোতির অনির্বান শিখা মিশল জাতীয় যুদ্ধ সৌধের শিখায়। শুক্রবার দুপুরে ইন্ডিয়া গেটের সামনে থেকে অমর জওয়ান জ্যোতির অনির্বান শিখা বহন করে নিয়ে যান জওয়ানরা। বিকেলে সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই শিখাকে মিলিয়ে দেন এয়ার চিফ মার্শাল বলভদ্র রাধাকৃষ্ণ। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী থাকল সমগ্র দেশবাসী।
পাক-ভারত যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতির উদ্দেশে ১৯৭২ সালে ইন্ডিয়া গেটের কাছে অমর জওয়ান জ্যোতির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। সেসময় থেকেই জ্বলছিল এই অনির্বাণ শিখা। তবে অন্য়ান্য় যুদ্ধে শহিদ জওয়ানদের নাম উল্লেখ নেই অমর জওয়ান জ্যোতিতে। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি উদ্বোধন হওয়া জাতীয় যুদ্ধ সৌধে ১৯৭১-র যুদ্ধের আগে ও পরে একাধিক যুদ্ধে শহিদ ২৫ হাজার ৯৪২ জন জওয়ানের নাম খোদাই করা আছে। এদিন সেই জাতীয় যুদ্ধ সৌধে মিশে গেল অমর জওয়ান জ্যোতির অনির্বান শিখা।
#WATCH | Delhi: Amar Jawan Jyoti flame at India Gate merged with the flame at the National War Memorial. pic.twitter.com/Nd1dnfvWYW
— ANI (@ANI) January 21, 2022