নয়াদিল্লি: করোনার রেশ কাটিয়ে আগামী ২৮ জুন থেকেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। শেষ হবে ৫৬ দিন পর রাখিবন্ধনের দিন ২২ আগস্ট। শনিবার শ্রী অমরনাথ স্রাইন বোর্ডর তরফে একটি বৈঠকের পর এই খবর জানানো হয়েছে।
Jammu and Kashmir Lieutenant Governor Manoj Sinha chairs a meeting of the Shri Amarnath Ji Shrine Board.
The Amarnath Yatra will start from June 28. pic.twitter.com/FCmBrBf5sR
— ANI (@ANI) March 13, 2021
- Advertisement -
জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে তীর্থযাত্রীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, জম্মু-কাশ্মীর ব্যাংক এবং ইয়েস ব্যাংকের ৪৪৬টি নির্দিষ্ট শাখার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।