জম্মু, ২০ জুনঃ অমরনাথ যাত্রার আগে নিরাপত্তারক্ষীদের সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশের এক মুখপাত্র। তিনি বলেন, ‘সব আধিকারিককে চূড়ান্ত সতর্কতা এবং নিজেদের মধ্যে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ-বিরোধী শক্তিগুলির অসাধু উদ্দেশ্য যাতে আগাম জানা যায় এবং তাদের পরামর্শদাতাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়, সেটা নিশ্চিত করতে তথ্য পাওয়ার পরেই সকলকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।’
গতকাল সন্ধ্যাবেলায় জম্মুর ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ(আইজিপি) এসডি সিংহ জামওয়ালের ডাকা এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন পুলিশ, সেনাবাহিনী, আধাসেনা এবং রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকেই নিরাপত্তারক্ষীদের সতর্ক করে দেওয়া হয়েছে।
জঙ্গি অনুপ্রবেশ রুখতে সমস্ত থানা, পুলিশ ফাঁড়ি ও চেক-পয়েন্টগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে রাতে নিয়মিত টহলের ওপর জোর দিতে বলা হয়েছে।
২৮ জুন থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা। চলবে ২৬ অগাস্ট পর্যন্ত।