নয়াদিল্লি, ৯ জুনঃ সারাজীবনের কৃতিত্বের জন্য লন্ডনে সম্মানিত হলেন নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সম্প্রতি লন্ডনে প্রভাবশালী প্রবাসী বাঙালিদের একটি সংস্থা প্রাইড অফ বেঙ্গল শীর্ষক এই সম্মান তুলে দেন অমর্ত্য সেনের হাতে। অমর্ত্যের সঙ্গে এই সম্মান কুড়োলেন আর এক বঙ্গসন্তান স্কটল্যান্ড ইযার্ডের অপরাধ দমন শাখার নয়া চিফ নীল বসু। অমর্ত্যর এই সম্মানে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তিনি বলেন, ব্রিটেনের সার্বিক উন্নতির পিছনে ভারত ও বাংলাদেশের কৃতী বঙ্গসন্তানদের অবদান অপরিসীম। এই দুই প্রথিতযশা বাঙালিকে সম্মানিত করতে পেরে গর্বিত ব্রিটেনও।
- Advertisement -