উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লেখার জগতে বিশেষ অবদানের জন্য মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন (Amartya Sen) । তাঁর লেখা বই ‘হোম ইন দ্য ওয়ার্ল্ড: এ মেমোয়ার’ এর জন্য সিপিএমের তরফে মুজফ্ফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার দেওয়া হবে। শুক্রবার বিকেলে মহাজাতি সদনে সিপিএমের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে তাঁকে। তবে সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না অমর্ত্য সেন। সিপিএম সূত্রে খবর, এই মুহূর্তে তিনি দেশে নেই। তাই এদিন সিপিএমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি থাকবেন না। তাঁর ‘প্রতীচী’ ট্রাস্টের তরফে ডিরেক্টর ড. মানবী মজুমদার ওই পুরস্কার গ্রহণ করবেন।
মূলত লেখালেখিতে অবদানের জন্য মুজফ্ফর আহমেদ ট্রাস্ট স্মৃতি পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবছর ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ও পথপ্রদর্শক মুজফ্ফর আহমেদের ১৩৪ তম জন্মবার্ষিকী। এই পুরস্কার কমিটির সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। ২০১৪ সালে মরণোত্তর মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছিল ইতিহাসবিদ অমলেন্দু দে কে। তাঁর লেখা ঐতিহাসিক গ্রন্থ-‘সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানের’ জন্য এই পুরস্কার দেওয়া হয়।
আরও পড়ুন : বিএড-এর পরীক্ষা হবে অনলাইনে, বিশ্ববিদ্যালয়ের নিয়মে বিতর্ক