ডিজিটাল ডেস্ক : ফিউচার গ্রুপের (Future group) সঙ্গে অ্যামাজনের (Amazon) বহুদিনের গন্ডগোল। যা দেশের শীর্ষ আদালতেও পৌঁছে গিয়েছে। আদালতের শুনানিতে এবার ফিউচার গ্রুপ বড়োসড়ো অভিযোগ তুলল অ্যামাজনের বিরুদ্ধে। ফিউচার গোষ্ঠীর দাবি, অ্যামাজন ইচ্ছাকৃতভাবে তাঁদের কোম্পানির ব্যবসা বন্ধ করে দিতে সক্রিয় হয়েছে। অনেকটা সফলও হয়েছে। বিগ বাজার এর তরফ থেকে শীর্ষ আদালতে শুনানির সময় বলা হয়েছে ফিউচার গ্রুপের সঙ্গে এই মুহূর্তে আর কেউ ব্যবসা করতে চাইছে না। ইতিমধ্যেই দেশের ৮৩৫ টি আউটলেট সংস্থা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বিগ বাজার। বর্তমানে ৩৭৪ টি আউটলেট চললেও সেগুলি আর কতদিন খোলা থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ জাগছে। প্রসঙ্গত, অ্যামাজন এবং ফিউচার গ্রুপের ঝামেলা মেটানোর জন্য একাধিকবার বৈঠকে বসেছেন দুই শিবিরের কর্তারা। কিন্তু বৈঠক থেকে কোন সমাধান সূত্র বেরোয় নি। এবার দেশের শীর্ষ আদালতে এই সমস্যার কোন সমাধান বের করতে পারে কিনা, সেদিকেই থাকছে নজর।
গুজরাত দাঙ্গায় মোদিকে জড়িয়ে মিথ্যা মামলা! আটক সমাজকর্মী তিস্তা
নয়াদিল্লি: ২০০২ সালে গুজরাত(Gujarat) দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদিকে(Narendra Modi) জড়িয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। সমাজকর্মী তিস্তা শেতলবাদকে(Activist Teesta Setalvad)আটক করল...
Read more