নয়াদিল্লি: তেলেঙ্গানায় একলপ্তে ২০৭৬১ কোটি টাকা লগ্নি করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। এই খবর দিয়ে তেলেঙ্গানা সরকার জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাইড কম্পিউটিং প্ল্যাটফর্মে ডব্লিউএস তেলেঙ্গানায় একাধিক ডেটা সেন্টার তৈরি করবে।
রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্পমন্ত্রী কেটি রামারাও জানিয়েছেন, ২০২২-এর মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। ডেটা সেন্টার তৈরি হবে হায়দরাবাদে। তেলেঙ্গানার ইতিহাসে এটাই সর্ববৃহৎ প্রত্যক্ষ বিদেশি লগ্নি বলে জানিয়েছেন তিনি। এই ডেটা সেন্টার তৈরি হলে আরও অনেক সংস্থাও হায়দরাবাদে লগ্নি করবে বলে আশাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ২০১৪ থেকেই এই লগ্নি নিয়ে আলোচনা চলছিল। রাজ্য সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় শেষপর্যন্ত লগ্নি টানায় সাফল্য এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র কেটি রামরাও।
- Advertisement -