ডিজিটাল ডেস্ক: আর কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা নির্ধারণের ম্যাচে উল্লেখযোগ্যভাবে ছাড়পত্র আদায় করলো সংযুক্ত আরব আমিরশাহী এবং আয়ারল্যান্ড। মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ফাইনালে উঠেছে এই দুই দেশ। কার্যত সংযুক্ত আরব আমিরশাহী নেপালকে ৬৮ রানে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ওমানের বিরুদ্ধে ৫৬ রানের বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড। ২০১৪ সালে প্রথমবার আরব আমিরশাহী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। এই নিয়ে দ্বিতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলেছে এই দেশটি। পাশাপাশি আয়ারল্যান্ড এই নিয়ে সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে। আপাতত ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩ ও ১৪ নম্বর জায়গায় রয়েছে এই দুটি দেশ। খুব স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুটি দেশ কতটা নজর কাড়ে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: মেয়েদের ব্যর্থতার চেনা গল্পে প্রাপ্তি রিচার রেকর্ড