শিলিগুড়ি: পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মঙ্গলবার অমিত শা’র উপস্থিতিতে ত্রিপাক্ষিক বৈঠক হল দিল্লিতে। যদিও বৈঠক থেকে কোনও সমাধান সূত্র এখনও মেলেনি। বৈঠকে ঠিক হয়েছে নভেম্বরে দ্বিতীয় দফায় ফের আলোচনায় বসা হবে। সেই বৈঠকে রাজ্য় সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এদিনের বৈঠকে গোর্খাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্ট। বৈঠকে তিনি পাহাড়়ের সামগ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করেন। অমিত শা জানান, নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার গোর্খা ও তাঁদের সমস্যা সমাধানে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন তিনি সব পক্ষেরই বক্তব্য শুনেছেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী জন বারলা, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে রেসিডেন্ট কমিশনার কৃষ্ণ গুপ্ত। গোর্খা প্রতিনিধি দলে ছিলেন দার্জিলিং-এর বিধায়ক নিরজ জিম্বা, কার্শিয়াংএর বিধায়ক বিপি বাজগাই এবং কালচিনিচিনির বিধায়ক বিশাল লামা, জিএনএলএফ প্রধান মন ঘিসিং সহ অন্যান্যরাও।