ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকার হত্যা নিয়ে দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শ্রদ্ধা ওয়ালকার হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে তাঁর লিভ ইন পার্টনার আফতাবকে। আর এবার শ্রদ্ধা ওয়ালকার খুনের প্রসঙ্গে মুখ খুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, অপরাধী কড়া সাজা পাবে। সূত্রের খবর, গতকাল আফতাব আদালতে স্বীকার করে নিয়েছে শ্রদ্ধা ওয়ালকারকে হত্যার কথা। পাশাপাশি সামনে এসেছে মুম্বাইয়ের ভাসাই থানায় আফতাবের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছিলেন শ্রদ্ধা। কিন্তু তখন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আর এই প্রসঙ্গ তুলে মহারাষ্ট্র সরকারকে তোপ দেগেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এদিন অমিত শাহ রীতিমতো কড়া ভাষায় বলেন, ”শ্রদ্ধা জানিয়েছিলেন, তাঁকে টুকরো করে ফেলবেন তাঁর প্রেমিক।
তবুও কোনও পদক্ষেপ করা হয়নি। এর দায় যাঁর, তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” পাশাপাশি জানা যাচ্ছে আফতাবের বাড়ি থেকে এদিন পাঁচটি ছুরি উদ্ধার করেছে দিল্লী পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে প্রতিটি ছুরি ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা। অনুমান করা হচ্ছে, শ্রদ্ধার দেহ কাটার জন্য এই ছুরিগুলিই ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই ওই ছুরিগুলি পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রসঙ্গত যত সময় যাচ্ছে, ততই শ্রদ্ধা ওয়ালকার হত্যা নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। তবে এক্ষেত্রে অপরাধীর শাস্তি হওয়ার কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী নিঃসন্দেহে শ্রদ্ধা ওয়ালকার মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন বলে মনে করা হচ্ছে।