প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: একসময় যে কণ্ঠস্বর শোনা গিয়েছিল সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কী খিলাড়ি’, রিচার্ড অ্যাটেনবরোর ‘গান্ধি’ বা আশুতোষ গোয়ারিকরের ‘লগান’-এর মতো অজস্র বিখ্যাত সিনেমায়, কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সেই কণ্ঠস্বরে সম্প্রতি লাগাম কষেছে আদালত। তাঁর অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের গলার স্বর, ছবি ও নাম ব্যবহার করা যাবে না, এই মর্মে শুক্রবারই বিশেষ রায় জারি করেছে দিল্লি হাইকোর্ট। এই রায়ের ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার সংবাদ শিরোনামে চলে এলেন ‘বিগ বি’। তাঁর সেই বিখ্যাত ‘ব্যারি টোন’ গলার আওয়াজের জন্য। এবার রাম মন্দিরের ওপর নির্মিত সিনেমায় শোনা যাবে ‘বিগ বি’র কণ্ঠস্বর।
সূত্র অনুযায়ী, অযোধ্যার রাম মন্দির ট্রাস্ট চাইছে রাম মন্দিরের ইতিহাস ও প্রতিষ্ঠার ওপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্যের হিন্দি ছবি তৈরি করতে। যেখানে অমিতাভ বচ্চনকে তাঁর ‘কণ্ঠ’ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। রাম মন্দির ট্রাস্ট সূত্রের খবর, সিনেমা তৈরির কাজ দ্রুত শেষ করে আগামী এক বছরের মধ্যেই হিন্দি ছবিটিকে গোটা দেশে রিলিজের সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট। এই মর্মে একটি কমিটিও গঠন করা হয়েছে। যেখানে পুরো বিষয়টির তত্ত্বাবধায়ক রূপে থাকবেন গীতিকার প্রসূন যোশী, পরিচালক ড. চন্দ্র প্রকাশ দ্বিবেদী, যতীন্দ্র মিশ্র ও সচ্চিদানন্দ যোশীর মতো ব্যক্তিত্ব। কমিটির সদস্যরা সিনেমার চিত্রনাট্য তৈরির আগে অমিতাভ বচ্চনের সঙ্গে একপ্রস্থ আলোচনা করে নেবেন বলে রাম মন্দির ট্রাস্টের তরফে দাবি করা হয়েছে। সিনেমায় ব্যাকগ্রাউন্ড ভয়েস-এ অমিতাভ বচ্চনের গলার আওয়াজ ব্যবহার করেই পুরো কাহিনী বিবৃত করার পরিকল্পনা করেছে রাম মন্দির ট্রাস্ট। প্রথমে হিন্দিতে সিনেমাটি তৈরি করা হলেও পরবর্তীকালে দেশের বিভিন্ন প্রান্তের আঞ্চলিক ভাষায় তা ‘ডাব’ করারও পরিকল্পনা আছে রাম মন্দির ট্রাস্টের। মন্দির ট্রাস্টের আমন্ত্রণ পাবার পরে এখনও সরকারিভাবে তাঁর সিদ্ধান্তের কথা জানাননি ‘বিগ বি’, দাবি ট্রাস্ট সূত্রের।
উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির নির্মাণ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে মন্দির নির্মাণের দায়িত্বে থাকা ট্রাস্ট। ইতিমধ্যেই প্রকল্পের এক তৃতীয়াংশ কাজ শেষ হয়ে গিয়েছে বলে ট্রাস্ট সূত্রের দাবি। বাকি কাজটা দ্রুত শেষ করার জন্য একদিকে যেমন যুদ্ধকালীন তত্পরতায় কাজ চলছে, তেমনি অন্যদিকে মন্দির প্যাকেজে কিছু বাড়তি ‘চমকে’র ব্যবস্থা করতে চাইছে রাম মন্দির ট্রাস্ট। এই লক্ষ্যেই মন্দিরের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি যুদ্ধ, দেশের শীর্ষ আদালতের রায়, হিন্দুত্বের আবেগের মতো সব কিছু যুক্ত করে একটি পূর্ণদৈর্ঘ্যের হিন্দি সিনেমা তৈরির কথা ভাবা হয়েছে। এই সিনেমা একদিকে যেমন গোটা দেশে রাম মন্দির নির্মাণ সম্পর্কে একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে, তেমনি এই সিনেমার প্রসার ও প্রচারের মাধ্যমে দেশের সর্বত্র হিন্দুত্ববাদী গেরুয়া বাতাবরণ তৈরি হতে পারে, যা পরবর্তীকালে ২০২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপিকে রাজনৈতিক মাইলেজ দিতে পারে, এমন সম্ভাবনা দাবি করা হয়েছে বিশেষ সূত্রে। রাম মন্দিরের ওপরে ভিত্তি করে নির্মিত হতে চলা এই সিনেমায় কারা অভিনয় করবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাস্টের তরফে গঠিত চার সদস্যের কমিটি, জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন: Vikram Gokhale | প্রয়াত কিংবদন্তি অভিনেতা বিক্রম গোখলে