উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুটিং চলাকালীন গুরুতর জখম হলেন বলিউডের ‘শেহেনশা’ অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। ভারী ধাতব বস্তু পড়ে বাঁ পায়ের শিরা কেটে যায় ‘বিগ বি’র। ঘটনার পরই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষত স্থানে সেলাই পড়েছে অমিতাভের। আপাতত বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
তাঁর পায়ে আঘাতের কথা নিজেই ব্লগে জানিয়েছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর শুটিং চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে। ধাতব বস্তু পড়ে মেগাস্টারের শিরা কেটে গিয়েছে। তারপরই রক্ত পড়া শুরু হয়। তাঁর অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীমহল।
আরও পড়ুন: Salman Khan suffering from dengue | ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান, বিগ বস সঞ্চালনায় করণ জোহর