সিনেমা ও বিনোদনবলিউডের শাহেনশাকে ডাকা হল সলমানের নামে!By Digital Webdesk - June 28, 2018185গ্লাসগো,২৮ জুনঃ তিনি বলিউডের শাহেনশা। কে চেনে না তাঁকে? কিন্তু খোদ বিগ-বি’কেই সলমান খানের সঙ্গে গুলিয়ে ফেললেন এক ব্যক্তি। অমিতাভ বচ্চনকে সলমান খান বলে ডেকে উঠলেন। শুধু ডাক দেওয়ায় নয়। জাননে চাইলেন কেমন চলছে তাঁর? ঘটনাটি খোদ শাহেনশাই শেয়ার করেছেন স্যোশাল মিডিয়ায়।তবে ঘটনা দেশে নয়। ঘটেছে গ্লাসগোর রাস্তায়। বদলা ছবির শুটিংয়ে এখন গ্লাসগোয় রয়েছেন অমিতাভ বচ্চন। সেখানে একাই রাস্তায় পায়চারি করছিলেন তিনি। হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে এক ব্যক্তি তাঁকে ডেকে ওঠেন সলমান খানের নামে। বলে ওঠেন ‘হে সলমান খান কেমন চলছে ?’