মুম্বই, ৩ জুনঃ ৪৪ পেরিয়ে ৪৫ বছরে পা রাখলেন বলিউডের এভারগ্রিন জুটি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন তাঁরা সাত পাকে বাঁধা পড়েছিলেন। তাই আজকের দিনটিকে বিশেষভাবে পালন করলেন বিগ-বি। এদিন টুইটারে শাহেনশা বহু পুরনো একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘যাঁরা আমাদের ৪৫তম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমার ভালবাসা।’
https://twitter.com/SrBachchan/status/1002972994589741056
- Advertisement -