ডিজিটাল ডেস্ক :‘ সব লাইক কেন টাইগার নেবেন?’ এমন প্রশ্ন করে টাইগার শ্রফের মতো স্টান্ট করেছেন অমিতাভ বচ্চন(amitabh bacchan)। পরনে কালো জগার্স প্যান্ট, মাথায় ব্যান্ডানা, সামনে পা ছুঁড়ছেন। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শূন্যে লাথি আমিও ছুড়তে পারি। সব লাইক টাইগারই নেবেন? দেখি, আমি যদি কিছু জোগাড় করতে পারি।’
এই পোস্ট দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। টাইগার বলেছেন, ‘দেশের সর্বশ্রেষ্ঠ তারকা আর সর্বশ্রেষ্ঠ অ্যাকশন হিরো যখন আমাকে এমন কথা বলেন, তখন তা বড় করে সবাইকে তো বলতেই হবে। তবে স্যার, কয়েক বছর পর যদি আপনার মতো এই রকম স্টান্ট করতে পারি, তা আমার কাছে আশীর্বাদ স্বরূপ হবে।’
শিল্পা শেট্টি, অহনা কুমার, রোহিত রায়রা অমিতাভর পোস্ট ঘিরে মন্তব্য করেছেন।
আরও পড়ুন : আসছে খুদা হাফিজ