ডিজিটাল ডেস্ক : খবর ছিল, বিখ্যাত কমিক বুক সিরিজ অবলম্বনে তৈরি হচ্ছে ছবি ‘আর্চিজ’। ছবির প্রধান ভূমিকায় থাকবেন শাহরুখ-কন্যা সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দা ও বনি-শ্রীদেবী কন্যা খুশি কাপুর। অভিনয় জগতে এই ছবি দিয়ে তাঁদের ডেবিউ হবে। পরিচালক জোয়া আখতার।
ছবির শুটিং শুরু হল সোমবার থেকে। খবরটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দিয়েছেন প্রযোজক রিমা কাগতি। ছবির সহ প্রযোজক জোয়া নিজে। রিমার পোস্ট আসার পরেই জোয়াও তাঁর হ্যান্ডলে খবরটি জানিয়ে দেন। গত বছর নভেম্বরে জোয়া এই ছবির কথা সরকারিভাবে জানিয়েছিলেন। অভিনেতা-অভিনেত্রীদের কথা পরে জানাবেন, বলেছিলেন।
ছবির শুটিং উটি এবং তার আশপাশের পার্বত্য এলাকায়। একটি ট্রায়াল শুটিং হয়ে গেছে এই ছবির, গত মার্চে।সম্ভবত, সুহানা হবেন ভেরোনিকা লজ, অগস্থ্য আর্চি অ্যান্ড্রুজ ও খুশি বেটি কুপারের চরিত্রে অভিনয় করবেন।
আরও পড়ুন : কী লুকিয়ে আলিয়ার মঙ্গলসূত্রে?