নয়াদিল্লি: অ্যামওয়ে ইন্ডিয়ার ৭৫৭.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ইডির তরফে জানানো হয়েছে, আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে ওই সংস্থার সম্পত্তি। ইডি জানিয়েছে, ‘মাল্টি-লেভেল মার্কেটিং’ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে অ্যামওয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে। অর্থাৎ খোলা বাজারে জনপ্রিয় সংস্থার বিভিন্ন দ্রব্যের নিরিখে অত্যধিক দামে বিক্রি করার অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে।
কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুতে ডিন্ডিগুলি জেলায় জমি, কারখানা, বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট সহ অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতায় মোট ৭৫৭.৭৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৪১১.৮৩ কোটি টাকা। বাকিটা ব্যাংকে রাখা অর্থ বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। মোট ৩৬টি অ্যাকাউন্টে ৩৪৫.৯৫ কোটি টাকা ছিল বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : রামনবমীতে হিংসার ঘটনায় গ্রেপ্তার ৬১