ডিজিটাল ডেস্কঃ অবশেষে নরেন্দ্রপুর থানার পুলিশের বিরুদ্ধে শুরু হলো তদন্ত। গত ফেব্রুয়ারি মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মহিলাদের প্রতিবাদ মিছিল থেকে তুলে নিয়ে যাওয়া হয় নরেন্দ্রপুর থানায়। এরপর প্রতিবাদীদের তরফ থেকে অভিযোগ করা হয়, তাঁদের থানায় নিয়ে গিয়ে রীতীমতো যৌন হেনস্থা করা হয়। ধর্ষণের হুমকি সহ বিভিন্ন নির্যাতন চালানো হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসায় ব্যাপক শোরগোল পড়ে যায়। নরেন্দ্রপুর থানার ওই ঘটনার অভিযোগে শেষ পর্যন্ত বিভাগীয় তদন্ত শুরু করল পুলিশ। আপাতত জানা গিয়েছে, বুধবার অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে সেদিনের নির্যাতিতদের ছয়জনকে। আগেই সিপিআই (এম-এল) লিবারেশনের নেতৃত্বে বিভিন্ন দলের প্রতিনিধিরা বারুইপুর পুলিশ সুপারের কাছে গিয়ে অভিযোগ জমা দিয়েছিলেন। আর সেই প্রসঙ্গে লিবারেশন রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার জানিয়েছেন, দোষী পুলিশ আধিকারিকদের শাস্তি পাওয়া জরুরি। প্রয়োজনে আদালতে যাওয়া হবে। আপাতত বিভাগীয় তদন্তের ফলাফল কি হয়, সেদিকে থাকছে নজর।
ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার পানিহাটির তৃণমূল নেতা, চর্চা তুঙ্গে
ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো ছিলই। এবার তার সঙ্গে যোগ হয়েছে নারী নির্যাতনের ঘটনা। প্রসঙ্গত,...
Read more