দিনহাটা: মহাশিবরাত্রি উপলক্ষ্যে গ্রেটার নেতা অনন্ত মহারাজ শিবপুজো দিলেন। মঙ্গলবার তিনি দিনহাটার গোসানিমারিতে একাধিক মন্দিরে পুজো দেন। এদিন দুপুরে অনন্ত মহারাজ দিনহাটার গোসানিমারিতে পৌঁছান। প্রথমে তিনি কামতেশ্বরী মন্দিরে পূজা দেন। এরপর রাঙাপানি গ্রামের চণ্ডীরপাটে পূজা দেন তিনি। সবশেষে তিনি স্থানীয় নটোবর ধামে উপস্থিত হন। সেখানে মহারাজের আগমন উপলক্ষ্যে সকাল থেকেই প্রচুর ভক্ত সমাগম ঘটেছিল। সেখানে পুজোর পাশাপাশি ভক্তদের জন্য খিচুড়ির ব্যবস্থাও করা হয়। এদিন মহারাজের এই সফরকে ঘিরে এলাকায় ছিল পুলিশের বিশেষ টহলদারি। মহারাজ জানান, প্রতি বছরের ন্যায় এবারও এই বিশেষ তিথিতে তিনি শিবপুজো দিতে গোসানিমারিতে আসেন। বিকেলে মহারাজের কনভয় কোচবিহারের উদ্দেশে রওনা হয়।
ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী ব্যক্তি!
দিনহাটা: ঋণের দায়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। শুক্রবার দিনহাটা(Dinhata) থানার অন্তর্গত ভেটাগুড়ি ১ গ্রাম পঞ্চায়েতের রুইয়েরকুঠি গ্রামের ঘটনা। মৃতের নাম...
Read more