খড়িবাড়ি: দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের খড়িবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে সোমবার খড়িবাড়ি উল্লাজোতে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে কর্মীসভায় উপস্থিত হয়ে সংগঠনের নেতা অনন্ত মহারাজ প্রথমে শিব-চণ্ডীর পুজো করেন। পরে তিনি তাঁর বক্তব্যে সমাজ, সমন্বয়, সংহতি ও সংবিধান নিয়ে আলোচনা করেন। দিন কয়েক আগে আলাদা রাজ্যের দাবি করলেও এদিন অনন্ত মহারাজ আলাদা রাজ্যের ইস্যুতে চুপ ছিলেন। তবে তিনি তাঁর বক্তব্যে ভাল দিন আসছে বলে ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তিনি দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে সকলকে যোগদানের বার্তা দেন।
বুথের বাইরে জমায়েত হঠাতে ব্যবস্থা নিল পুলিশ
খড়িবাড়ি ব্লকের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে জটলা। দফায় দফায় বচসা। খবর পেয়ে পুলিশের তৎপরতা দেখা যায়।
Read more