ময়নাগুড়ি: জল্পেশ মন্দিরের কাজের জন্য আর্থমুভার দিয়ে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল প্রাচীন শিবলিঙ্গ। সেটি প্রায় ২ ফুট দীর্ঘ। ওজন প্রায় ২০০ কেজি।
জল্পেশ মন্দিরের উন্নয়নের জন্য বেশ কয়েকদিন ধরেই কাজ চলছে। মঙ্গলবার আর্থমুভার দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। প্রায় ১৫ ফুট গর্ত খোঁড়ার পর সেখানে পাথরের শিবলিঙ্গটি মেলে। জল্পেশ মন্দির চত্বরে মাটির শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় প্রচুর মানুষ। মন্দির কর্তৃপক্ষের তরফে শিবলিঙ্গটি মন্দিরে নিয়ে আসা হয়। এলাকার বাসিন্দারা এসে সেখানেই শিবলিঙ্গটির ওপর ফুল চড়াতে শুরু করেন।
জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব জানান, মাটির নীচ থেকে এমন শিবলিঙ্গ উদ্ধার শুভ লক্ষণ। সেটি জল্পেশ মন্দিরের মধ্যেই স্থাপন করা হবে।
আরও পড়ুন : পথ দুর্ঘটনায় গুরুতর জখম স্কুল পড়ুয়া