অমরাবতী: সম্পত্তি নিয়ে বিবাদের জের। ৩ সন্তানের গায়ে আগুন লাগিয়ে নিজেও অগ্নিদগ্ধ হলেন মহিলা। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ইলামাচিলি গ্রামের ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে চিন্টু চিনামানি ও তাঁর মেয়ে জাহ্নবীর। বাকি দুই সন্তান বেঙ্কট সাই শশাঙ্ক এবং শ্রী রঞ্জিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে চিন্টু চিনামানি নামে ওই মহিলা সন্তানদের গায়ে আগুন লাগিয়ে নিজেও অগ্নিদগ্ধ হন। জানা গিয়েছে, চিন্টু চিনামানির শাশুড়ি তাঁদের সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করেন। এরপরই ওই মহিলা এই পদক্ষেপ নেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: হায়দরাবাদে অনার কিলিং, ভিন ধর্মে বিয়ে করায় নৃশংসভাবে খুন যুবক