হায়দরাবাদ: মাঝরাতে বাসে আগুন লাগিয়ে পালাল মাওবাদী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলার এক গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘটনায় ছয়জন মাওবাদীকে চিহ্নিত করা হয়েছে। তিনজন মহিলা এই ঘটনায় জড়িত বলেও অনুমান। এই মাওবাদীরা ছত্তিশগড়ের বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের উমেরকোট থেকে ওডিশার নবরংপুরের উদ্দেশ্য যাওয়া ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। এক মাওবাদী অধ্যুষিত অঞ্চলে গভীর রাতে যাওয়ার সময় রাস্তায় বাঁশ ফেলে আটকানো হয়। তারপর কিছু মাওবাদী যাত্রীদের বাস থেকে নামিয়ে, সেটিতে আগুন ধরিয়ে দিয়ে পালায়। ঘটনায় বাসটির কিছু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন যাত্রীরা। প্রসঙ্গত, মহারাষ্ট্রের জেলে এক মাওবাদী নেতার মৃত্যুর প্রতিবাদে এখন অন্ধ্রপ্রদেশে বনধ চলছে। বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলে ফের মাওবাদীরা সক্রিয় হয়েছে বলে খবর।
আরও পড়ুন : মেঘালয় বিধানসভা নির্বাচনই এবার পাখির চোখ তৃণমূলের