ঘোকসাডাঙ্গা: বৃহস্পতিবার থেকে রাজ্য তথা জেলা জুড়ে ফের খুলে গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এদিন মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দুটি এবং ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজে দাঁড়িয়ে থেকে শিশুদের রান্না করা খাবার পরিবেশন করলেন জেলা ও ব্লক স্তরের আধিকারিকরা। এদিন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, জেলা প্রকল্প আধিকারিক (ডিপিও) হরেকৃষ্ণ রায়, মাথাভাঙ্গা ২ ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক (সিডিপিও) নীলরতন হালদারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ব্লকের তিনটি কেন্দ্রে শিশুদের রান্না করা খাবার পরিবেশন করা হয়। এ বিষয়ে কোচবিহার জেলা প্রকল্প আধিকারিক হরেকৃষ্ণ রায় জানান, কেন্দ্রগুলি খুলে গেলেও আপাতত শুধু শিশুদের পুষ্টিজাত খাবার পরিবেশন করা হবে, প্রিস্কুল বন্ধ থাকবে। ৩ থেকে ৬ বছর বয়সি শিশুরা কেন্দ্রে বসে রান্না করা খাওয়ার খেতে পারবে এবং প্রসূতি মায়েরা ও ৩ বছরের নীচের শিশুরা কেন্দ্রের রান্না করা খাবার বাড়িতে নিয়ে গিয়ে খাবেন। প্রসঙ্গত, মাথাভাঙ্গা ২ ব্লকে মোট ৩৪৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। যার মধ্যে ২১০টি এদিন থেকে খুলে গেল। বাকি কেন্দ্রগুলি শুক্রবার থেকে খুলে যাবে বলে জানান মাথাভাঙ্গা ২ ব্লক প্রকল্প আধিকারিক নীলরতন হালদার।
আরও পড়ুনঃ পাখির চোখ পুরভোট, জোর প্রচারে বিজেপি