নয়ারহাট: ডিম নিয়ে বচসার জেরে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্ত ওই কর্মী বেবি অধিকারীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরে আটকে রেখে তালা মেরে দেন স্থানীয়রা। তাকে বদলির দাবিতে বিক্ষোভও দেখানো হয়। বুধবার ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা(mathabhanga)-১ ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের সাতগ্রাম ( পূর্ব) বুথের ৩১৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রসমূহের সুপারভাইজার পারুল রায়। ঘটনাস্থলে আসেন তৃণমূলের সংখ্যালঘু সেলের সংশ্লিষ্ট ব্লক সভাপতি রাজিবুল হাসানও। আলোচনার মাধ্যমে শেষমেশ সমস্যা মিটে যায়। তবে মহিলাকে মারধর করার মতো গুরুতর অভিযোগ ওঠায় নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট দপ্তরও। অভিযুক্ত কর্মীকে তড়িঘড়ি ওই কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় পার্শ্ববর্তী কেন্দ্রের আরেক কর্মীকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্লকের সিডিপিও নীলরতন হালদার। পুরো ঘটনা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এতদিন নানা অভিযোগে ওই কর্মীর উপর স্থানীয়দের ক্ষোভ ছিলই। এদিন ডিম নিয়ে বচসার জেরে ছায়লা বিবি নামে এক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠায় সেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। ওই কর্মীকে আটককে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাঁর বদলির দাবিতে বিক্ষোভও দেখানো হয়। ছায়লা বিবির অভিযোগ, তাঁর নাতিকে এর আগে তিনদিন ডিম দেওয়া হয়নি। তাই এদিন খাবারের সঙ্গে বাকি ডিম চাইতে গেলে ওই কর্মী আচমকাই তাঁকে মারধর করে। তবে অভিযুক্ত কর্মীর দাবি, ওই মহিলার গায়ে অসাবধানেই তাঁর হাত লেগে যায়। তাঁকে মার দেওয়া হয়নি। বাকি অভিযোগও অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন : যানজটমুক্ত করতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা চাঁচলে