হলদিবাড়ি: নয় দফা দাবিতে মঙ্গলবার হলদিবাড়ি প্রকল্প আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালেন হলদিবাড়ি ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, ফেব্রুয়ারি থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বিল বকেয়া রয়েছে। সেগুলি মিটিয়ে দিতে হবে। মূল্যবৃদ্ধিতে বাজারদর অনুযায়ী ডিম, সবজি ও জ্বালানির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। তাঁদের আরও অভিযোগ, রান্না করা খাবারের জন্য সরকারিভাবে চাল সরবরাহ করা হলেও স্থানীয় ভাবে ডিম, সবজি ও জ্বালানি কিনতে হয়। এগুলি কেনার জন্য সরকারি যে টাকা বরাদ্দ রয়েছে তা বাজারদরের তুলনায় অত্যন্ত কম। বর্তমানে তাও বন্ধ হয়ে রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ববিতা সরকার, তুলি সরকার, রিতা গুহ জানান, তাঁরা কাজের জন্য মাসে যে পরিমাণ ভাতা পান তার থেকেও বেশি টাকা ডিম ও সবজির দোকানে বাকি রয়েছে। দোকানদাররা আর বাকিতে জিনিসপত্র দিতে চাইছেন না। তাই বাধ্য হয়ে শিশু ও মায়েদের পুষ্টিকর খাবার বিতরণ বন্ধ রাখতে হবে।
আরও পড়ুনঃ হলদিবাড়িতে কামতাপুর পিপলস পার্টি’র মিছিল